Founder & Chairman, Wabihi Qala Haddasana

শায়খ শাহ মোহাম্মাদ ওয়ালী উল্লাহ CSAA, প্রায় দুই যুগের কাছাকাছি সময় ধরে জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় ইসলামের দাওয়াতে নিবেদিত। বংশীয় পরিচয় শাহ পরিবারে বড় হওয়া, ওয়ালী উল্লাহর জন্ম হবিগঞ্জ জেলার নিজামপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে। সফল ও আদর্শ শিক্ষক মাওলানা মোহাম্মদ রমিজ শাহ (রহ) তাঁর সম্মানিত পিতা এবং মুহতারামা তাহেরা খাতুন তাঁর সম্মানিতা মাতা।
মাদ্রাসা শিক্ষায় হাদিস (মুহাদ্দিস) তাফসির (মুফাসসির) এবং ফিকহ (মুফতি) এর পাশাপাশি দেশি ও বিদেশি একাধিক বিশ্ববিদ্যালয় থেকে রয়েছে তাঁর একাধিক ডিগ্রি। মুহাদ্দিস ও প্রধান মুহাদ্দিস হিসেবে দেড় যুগ কাজ করেছেন তিনি। বেশ কিছু প্রকাশনাও রয়েছে তাঁর।
তিনি ঢাকার ঐতিহ্যবাহী সুবহানবাগ মাসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে বিগত ২০০৭ সাল থেকে খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার ইসলামিক বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। ইসলামী অর্থনীতি, ব্যাংকিং, বীমা/তাকাফুল বিষয়ে রয়েছে তাঁর পড়ালেখা। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনসহ অনেকগুলো ব্যাংক তাকাফুল ও আর্থিক প্রতিষ্ঠানের শারিয়াহ এডভাইজরী/সুপারভাইজারী বোর্ডে/কমিটিতে চেয়ারম্যান/ সদস্যসচিব/সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। শাহ ওয়ালী উল্লাহ দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক।
