Founder & Vice-Chairman Wabihi Qala Haddasana

মুহাদ্দিস মাহমুদুল হাসান, এদেশের ইসলামী দাওয়া অঙ্গনের পরিচিত মুখ। কল্যাণময় সমাজ বিনির্মাণে প্রত্যয় দীপ্ত পরিবারে নদী-বিধৌত বরিশালের হিজলা উপজেলায় জন্ম তাঁর। অধ্যাপক মাওলানা আব্দুল মালেক (অবসরপ্রাপ্ত) তাঁর গর্বিত পিতা এবং মুহতারামা আনোয়ারা বেগম তাঁর সম্মানিতা মাতা।
তিনি মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ফাযিলে মেধাতালিকায় প্রথম স্থান ও কামিল হাদীস বিভাগে চতুর্থ স্থান অধিকার করেন। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগে PHD গবেষণারত। লেখালেখিতেও রয়েছে তাঁর সরব উপস্থিতি। প্রিয় নবীর প্রিয় আমল ও আলকুরআনে ধ্বংসপ্রাপ্ত জাতীর ইতিহাসহ বেশ কয়েকটি অনন্য গ্রন্থ রচনা ও প্রকাশিত হয়েছে তাঁর।
বর্তমানে তিনি ঢাকার মিরপুর-১ এ অবস্থিত টোলারবাগ কেন্দ্রীয় জামে’ মাসজিদের সম্মানিত খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি রাজধানীর ঐতিহ্যবাহী মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস (শাইখুল হাদিস) পদে কর্মরত আছেন। মুহাদ্দিস মাহমুদুল হাসান এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক।
