About Us

Haddasana

'হাদ্দাসানা' কি?

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কথা, কাজ, সমর্থন আর গুণাবলী এবং সাহাবায়ে কেরাম (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, তাঁর পবিত্র কথা শুনে, নির্দেশিত হয়ে এবং আনুগত্য করে সেই সোনালী যুগের দ্বীন ও দুনিয়া তথা ইবাদাত ও মুয়ামালাতের বিষয়াবলী আজকে পর্যন্ত আমাদের মাঝে একাডেমিক প্রক্রিয়ায় বর্ণনা, মুখস্ত, লিখিত আর পাঠদানের ধারাবাহিক বিশ্বস্ত সূত্র হলো ‘হাদ্দাসানা’।

'ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা' কি?

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম (রাঃ) কতৃক শ্রবণকৃত, মুখস্তকৃত, বর্ণনাকৃত নিজেদের জীবনে আমলকৃত এবং কারও কারও দ্বারা মুসহাফ আকারে লিখিত ও সংরক্ষিত হাদীস ও সুন্নাহকে বাদ দিয়ে নিজেকে মুসলিম দাবী করা পথভ্রষ্টদের অপপ্রচার, ষড়যন্ত্র ও বিভ্রান্তি থেকে মুসলিম উম্মাহকে সচেতন ও সতর্ক করার লক্ষ্যে আমাদের আয়োজন ‘ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা’।

Our Mission

‘হাদ্দাসানা’র উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস ও সুন্নাহর সঠিক ধারণা ছড়িয়ে দেয়া, মুসলিম উম্মাহকে বিভ্রান্তি থেকে রক্ষা করা এবং দ্বীনের মৌলিকত্ব প্রতিষ্ঠা করা।

behind the scenes

যাদের চিন্তায় ওয়া বিহী ক্বালা হাদ্দাসানা

Sheikh Shah Mohammad Wali Ullah

Founder & Chairman

মুহাদ্দিস মাহমূদুল হাসান

Muhaddith Mahmudul Hasan

Founder & Vice-Chairman

Mufti Muhammad Hadayet Ullah

Founder & Managing Director

আবূ হুরাইরা কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যা অবলম্বন করলে তোমরা কখনই পথভ্রষ্ট হবে না। তা হল আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ।

হাদ্দাসানার উদ্দেশ্য হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস ও সুন্নাহ সঠিকভাবে প্রচার ও দ্বীনের মৌলিকত্ব প্রতিষ্ঠা করা।