Mufti Muhammad Hadayet Ullah

Founder & Managing Director: Wabihi Qala Haddasana

মুফতি মুহাম্মাদ হেদায়েতুল্লাহ CSAA, প্রায় দেড় যুগ ধরে মিডিয়ায় পরিচিত মুখ। ইলমে দ্বীন চর্চার পারিবারিক পরিবেশে বড় হওয়া হেদায়েতুল্লাহর জন্ম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের দৈয়ারা গ্রামে। অধ্যক্ষ মাওলানা মুহা. সেলিম (অবসরপ্রাপ্ত) এবং মুহতারামা হাজেরা খাতুনের ৪র্থ সন্তান তিনি।

তিনি বাংলাদেশ মাদরাসা বোর্ডের অধীনে ফিকহ (মুফতি) বিভাগে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনের পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি থেকে ইংরেজি বিষয়ে অনার্স, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (এইচআরএম) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ (ইভেনিং), ইসলামিক স্ট্যাডিজ বিভাগে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। তাঁর প্রকাশিত গ্রন্থসমুহের মধ্যে গুনাহ মার্জনাকারী নেক আমল ও আস-সিয়ামু জুন্নাহ উল্লেখ্যযোগ্য।

বর্তমানে তিনি ঢাকার মিরপুরে মধ্যপাইকপাড়াস্থ কেন্দ্রীয় জামে’ মাসজিদের সম্মানিত খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার হিসেবে কর্মরত আছেন। মুফতি মুহাম্মাদ হেদায়েতুল্লাহ এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক।