শাইখ মাওলানা সুলতান যওক নদভী রাহিমাহুল্লাহ

প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক, দারুল মা’আরিফ, চট্টগ্রাম


শাইখুল হাদিস আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী। দেশ বরেণ্য আলিম, খ্যতিমান গবেষক ও শিক্ষা সংস্কারক। বাংলাদেশে আরবি ভাষা উন্নয়নের দিকপাল। মুসলিম উম্মার সংকটে ত্রাণকর্তা। যুগশ্রেষ্ঠ ইসলামি চিন্তাবিদ ও কল্যাণকামী সুসাহিত্যক।

জন্ম ১৯৩৯ সালে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলাধীন এক মধ্যবিত্ত দ্বীনদার পরিবারে। তার পিতা সুফী আবুল খায়ের ও মাতা রুহ আফজা বেগম। প্রাথমিক শিক্ষার সূচনা নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। মাদরাসায়ে ইসলামিয়া গোরকঘাটায় প্রাথমিক শিক্ষা শেষে ১৯৫০ সালে ভর্তি হন আশরাফুল উলুম ঝাপুয়া মাদরাসায়। ১৯৫৩ সালে আল-জামেয়াতুল ইসলামিয়া, পটিয়াতে ভর্তি হয়ে ছয় বছর অধ্যয়ন করেন। ১৯৫৯ সালে ইসলামি শরিয়াহ বিভাগ হতে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে দাওরায়ে হাদিসের সনদ অর্জন করেন।
কর্মজীবনের শুরু হযরত বশরতনগর মাদরাসায় শিক্ষকতার মধ্য দিয়ে। এখানে প্রায় দুই বছর সাফল্যের সাথে পাঠদান করেন। ১৯৬০ সালে কিশোরগঞ্জের তদানীন্তন বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়াতে চলে যান।
১৯৬১ সালে হুসাইনিয়া ইয়াহইয়াউল উলুম মাদরাসার পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৬২ সালে পটিয়া মাদরাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন।
পটিয়া মাদরাসায় দু’দফায় প্রায় সতের বছর শিক্ষকতা করেন। স্বাধীনতা যুদ্ধের পূর্বে চার বছর মাদরাসায়ে আযিযুল উলুম বাবুনগরে শিক্ষকতা করেন। আল্লামা নদভি শিক্ষা সংস্কারে নিজেকে নিবেদিত করেন। এ লক্ষ্যে ১৯৮৫ সালে দারুল মা’আরিফ আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেন। স্বল্প পরিসরে শুরু হওয়া এ প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে মহীরূহে পরিণত হয় এবং দেশ-বিদেশে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করে।
আল্লামা নদভী সাহিত্য-সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় মনোনিবেশ করেন। প্রতিষ্ঠা করেন আরবি ভাষা একাডেমী ও আস-সুবহুল জাদীদ নামক ত্রৈমাসিক আরবি পত্রিকা। জাতীয় বিভিন্ন স্বার্থে ব্যাপক অবদান রাখতে সক্ষম হয়েছেন তিনি।
ইসলাম বিরোধী চক্রের বুদ্ধিবৃত্তিক মোকাবেলার জন্য রাজপথের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠা ও কওমী সনদের সরকারী স্বীকৃতি আদায়ে রয়েছে তার অসামান্য অবদান।


আল্লামা নদভি তার বর্ণাঢ্য কর্মজীবনে দাওয়াতি কার্যক্রমের লক্ষ্যে সফর করেছেন অসংখ্য দেশ। অংশগ্রহণ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে। বিশ্বের গুনীজনদের সামনে তুলে ধরেছেন দেশ ও জাতির কথা।
বহু ভাষাবিদ আল্লামা নদভি একজন সুসাহিত্যিক ও খ্যাতিমান লেখক। বিভিন্ন ভাষায় তার অসংখ্য লেখনী ও সাক্ষাৎকার দেশি-বিদেশি একাধিক জার্নালে প্রকাশিত হয়। তার রচনাসম্ভার অনেক বিস্তৃত।
পারিবারিক জীবনে ২ ছেলে ও ৫ কন্যার জনক। ব্যক্তিজীবনে খুবই অনাড়ম্বর ও পরিশ্রমী।
বার্ধক্যের কারণে চলাফেরা সীমিত হয়ে গেলেও থেমে নেই তার পাঠদান কর্মসূচি। এখনো তাঁকে কেন্দ্র করে বসে জ্ঞানপিপাসুদের ইলমি আসর।
মহান আল্লাহ তাঁর খেদমতকে কবুল করুন। আমিন।